রমজানে তারাবির নামাজ ঘরে পড়তে আহ্বান প্রধানমন্ত্রীর - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, April 16, 2020

রমজানে তারাবির নামাজ ঘরে পড়তে আহ্বান প্রধানমন্ত্রীর


ফাইল ছবি


অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে ঘরে বসে তারাবির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘যেহেতু সৌদি আরবেও মসজিদে পড়ছে না (তারাবি), অন্যান্য দেশেও হচ্ছে না। আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যেই কতগুলো নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবির নামাজ পড়ুন। নিজের মনমতো করে পড়ুন।’
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন, আল্লাহ সেটাই কবুল করবেন। মসজিদে গিয়ে অন্য কেউ সংক্রমিত থাকলে সে আরেকজনকে সংক্রমিত করল বা আপনার নিজের হলে অন্যকে করবেন, দয়া করে সেটা কিন্তু করবেন না। বিষয়টা সকলেই মেনে চলবেন, সেটা আমরা চাই।’
সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জীবন চালানোর জন্য কাজ করতে হবে। বসে থাকলে চলবে না। সেইভাবে নিজেদের সুরক্ষিত করে আপনাদের আর্থসামাজিকের জন্য যা কাজ করার করবেন। সেই সাথে বার বার অনুরোধ করছি নিজেকে সুরক্ষিত রাখবেন।’
‘রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর যেন অসুবিধা না হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি,’ যোগ করেন প্রধানমন্ত্রী।
সূত্র : ইউএনবি

Post Bottom Ad

Responsive Ads Here

Pages