অনলাইন ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে এবং আক্রান্ত ১৫৭২ জন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৩৫টি। তবে মোট পরীক্ষা করা হয় ২০১৯টি।
তথ্যে আরো প্রকাশ, নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এদের ছয়জন ঢাকার ও বাকি চারজন ঢাকার বাইরের।
এছাড়া নিহতদের মধ্যে ৭০ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
দেশে করোনার পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর থেকে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।