সাভার প্রতিনিধি: সাভারে কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে পোশাক শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে। আজ (বুধবার) দুপুরের দিকে সাভার গেন্ডা উপজেলা পরিষেদর প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে, জানা যায় রিক্সাযোগে তিনজন লোক যাচ্ছিল আল-মুসলিম গার্মেন্টস-এর দিকে । ঠিক সে সময় গেন্ডা বাস স্ট্যানে দাঁড়িয়ে থাকা করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সতর্ক করা কিছু স্বেচ্ছাসেবক রিকশাটিকে তাড়া করলে রিক্সাটি তাড়াহুড়ো করে ঘুরতে গিয়ে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে রিক্সায় বসা একজন মহিলা আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায় । এ সময় দ্রুতগামী ঐ কাভার্ড ভ্যানের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন ।
নিহত মহিলার নাম মরিয়ম (৩৫) তিনি সাভার রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় থেকে উলাইলের আল-মুসলিম পোশাক কারখানায় কর্মরত ছিলেন । তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায় ।
খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে । পরে তার স্বামী ও বাবার অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ হস্তান্তর করা হয় ।
ঘটনাস্থল থেকে ঘাতক ড্রাইভার ও কভার্ডভ্যানটিকে আটক করেছে সাভার হাইওয়ে থানায় পুলিশ।