নিজ উদ্যোগে ঘরে ঘরে খাবার পৌছে দিলেন রকিব আহম্মেদ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, April 3, 2020

নিজ উদ্যোগে ঘরে ঘরে খাবার পৌছে দিলেন রকিব আহম্মেদ


সাভার প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে দেশে অঘোযিত লক ডাউনে কর্মহীন হয়ে পড়া  মানুষের ঘরে ঘরে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক  আ.লীগনেতা রকিব আহম্মেদ ।
বৃহস্পতি বার (২রা এপ্রিল)  দুপুরে এবং রাতে সাভারের আমিন বাজার ইউনিয়নের ৪ ও ৬ নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের ঘরে ঘরে চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌছে দেন তিনি |
এ প্রসঙ্গে  প্রচারবিমুখ এই মানুষটি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে প্রায় সব কিছু বন্ধ রয়েছে। অপ্রয়োজনে কেউ বাড়ি থেকে বাহির হচ্ছেন না। এতে করে দিনমজুর শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। কর্ম বন্ধ হওয়ায় তারা পরিবারের জন্য খাদ্য জোগান দিতে পারছেন না। তাই নিজ উদ্যোগে এসব মানুষকে খুঁজে খুজে খাবার বিতরণ করছি।  আমার  এই কার্যক্রম অব্যাহত থাকবে।সবাই দোয়া করবেন মহান আল্লাহ সুবহানাতালাহ যেন করোনা  ভাইরাসের মহামারী থেকে জাতিকে রক্ষা করেন।
এসময় তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিকালে  যার যার অবস্থান থেকে আমরা বিপদগ্রস্ত  মানুষের পাশে দাঁড়াই ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages