কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Friday, April 3, 2020

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেলের চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি
চৌদ্দগ্রাম বাতিসাা  ইউনিয়ন আমজাদের বাজার
দূর্রগাপুর গ্রামের মৃত আবদুল লতিফ (ইসহাক ড্রাইভারের) ছেলে, মোহাম্মদ ইব্রাহিম হোসেন বায়েজিদ ( মানিক) মজুমদার ( ২৫)
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় এই দূর্ঘটনাটি ঘটে।স্বজনদের কাছ থেকে জানা যায়  বাড়ি থেকে যাওয়ার সময় ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রাম  হাঁড়ি সর্দার  এলাকায়  ট্রাকের সাথে ধাক্কায় লেগে  দুর্ঘটনায় নিহত হয় ইব্রাহিম হোসেন বায়োজিদ ( মানিক) ।
তার মূত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages