২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত - Meghna News 24bd

সর্বশেষ

.com/img/a/

Friday, April 10, 2020

demo-image

২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত

images%2B%25289%2529

অনলাইন ডেস্ক:  করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি হওয়ায় দেশের সব তৈরি পোশাক কারাখানাও এই তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার সব কারখানার মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি দিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমএইএ এবং বিকেএমইএ।
বিষয়টি জানিয়ে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে এ সময়ের মধ্যে বেতন দেয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিজ নিজ অ্যাসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে বলে গার্মেন্টস মালিকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে।

Post Bottom Ad

Pages

undefined