তোমার বোন বি‌য়ে কর‌বো, না‌কি আমার বোন বি‌য়ে দি‌বো : সুলতান মনসুর(অডিও সহ) - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, April 8, 2020

তোমার বোন বি‌য়ে কর‌বো, না‌কি আমার বোন বি‌য়ে দি‌বো : সুলতান মনসুর(অডিও সহ)


সিলেট প্রতিনিধি: সুলতান মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতিক নিয়ে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, ৭৯ হাজার ৭শত ৪২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবির মাঝেও যে  আসনটিতে জয়ী হয়েছিল একসময়ের ডাকসাইটে ছাত্রনেতা।
 সিলেটের গণ্ডি ছাড়িয়ে যিনি পৌছে গিয়েছেন জাতীয় পর্যায়ে। এই জনপ্রতিনিধির হাত ধরেই সিলেটসহ সারাদেশ তৈরি হয়েছে হাজারো নেতা-কর্মী। সুখ্যাতি ছিলো ত্যাগী এবং স্বজ্জন নেতা হিসেবেও। সেই জনপ্রতিনিধির একজন ভোটার এলাকা থেকে খোঁজ করলেন নেতার। যাদের ভোটে তিনি একজন সংসদ সদস্য।  শুনুন সেই নেতার মুখের ভাষ্য
 এলাকার ভোটার এবং জনপ্রতিনিধি  সুলতান  মনসুর এমপি-র কতোপকথন থেকে যা শোনা গেলো-তাতেই আক্কেলগুরুম। ভাষা নেই কিছু বলার। বাকরুদ্ধ হওয়া মতো সেই কতোপকথন তুলে ধরা হলো পাঠকদের স্বার্থে।
(একজন জনপ্রতিনিধির কল রেকর্ড থেকে নেওয়া, (তিনি কে জানতে চাইয়া লজ্জা দেবেন না, তবে একটু মাথা খাটালেই বুঝে যাবেন আশা করি।)
নির্বাচনী কর্মী : ভাই এলাকায় আস‌বেন কি না?
সুলতান মনসুর : এ‌সে কি কর‌বো? তোমার বোন বি‌য়ে কর‌বো, না‌কি আমার বোন বি‌য়ে দি‌বো?
নির্বাচনী কর্মী : না, সেরকম কিছু না। আমা‌দের কিছু অনুদান দি‌তেন, আমরা বড় বিপ‌দে পড়‌ছি। কাজ নাই, ঘ‌রে খাবার নাই।
সুলতান মনসুর : আ‌মি কি মক্কা থে‌কে খাবার এ‌নে দি‌বো? আমার প‌কেট থে‌কে দি‌বো? মেম্বার‌, চেয়াম্যান‌রে ব‌লো।
নির্বাচনী কর্মী : না মা‌নে, উনারা তো যতটুকু পার‌ছেন সহ‌যোগীতা কর‌ছেন, আপ‌নি আস‌লে আমা‌দের জন্য আরও উপকার হ‌তো।
সুলতান মনসুর : মেম্বার, চেয়ারম্যান কি তা‌দের বা‌পের অনুদান দি‌চ্ছে? কি আবুল তাবুল বক‌ছো? এই সময় ঘ‌রে থাকাই কাজ, ঘ‌রে থা‌কো।
নির্বাচনী কর্মী : ঘ‌রে তো থাক‌ছি। কিন্তু খাবার জুট‌ছে না। এভা‌বে চল‌লে, না খে‌য়ে মর‌তে হ‌বে। আপ‌নি এলাকায় এ‌সে আমা‌দের জন্য কিছু ক‌রেন।
সুলতান মনসুর : ঘ‌রে থে‌কে না খে‌য়ে মর‌বে কেন? গলায় দ‌ড়ি দিয়া হাও‌রের পা‌নি‌তে গিয়া মরো। যত্তসব, শেখ হা‌সিনা, এম‌পি কি ঘ‌রে খাবার নি‌য়ে যা‌বে না‌কি? ফোন রা‌খো, ফোন রা‌খো।
নির্বাচনী কর্মী : হ্যা, হ্যা, হ্যা শেখ হা‌সিনা আমরা বানাই‌ছি, এম‌পি আমরা বানাই‌ছি, চেয়ারম্যান, মেম্বার আমরা বানাইছি‌। আমা‌দের খেয়াল করার জন্য। আমা‌দের জনগ‌নের মু‌খে খাবার তু‌লে দেয়ার জন্য।
এমন সময় ফো‌ন কল‌টি কে‌টে গে‌লো।
এ ব্যাপারে সুলতান মনসুরের বক্তব্য জানতে চাইলে  তিনি বলেন, ‘ ‘আমি এ সবের কিছুই জানিনা।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages