আশুলিয়ায় হতদরিদ্রদের ঘরে ঘরে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী - Meghna News 24bd

সর্বশেষ


Monday, April 20, 2020

আশুলিয়ায় হতদরিদ্রদের ঘরে ঘরে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লকডাউন বাস্তবায়নের দায়িত্ব পালনের পাশাপাশি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে সেনাবাহিনী।
সোমবার (২০-০৪-২০২০) দুপুরে সাভার সেনানিবাসের মেজর জাহিদুন নবী চৌধুরীর নেতৃত্বে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণের মধ্যে প্রতি পরিবারের জন্য ছিল ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন, ১ কেজি লবন ও ২ টি সাবান।
ত্রাণ দেয়া প্রসঙ্গে মেজর জাহিদুন নবী চৌধুরী জানান, আর্তমানবতার সেবায় দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় সেনাসদস্যদের ব্যক্তিগত রেশন থেকে এই ত্রাণ দেওয়া হচ্ছে। দুস্থ ও অসহায় জনগণের তালিকা ধরে ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছেন সেনা সদস্যরা। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতেও নিরলসভাবে কাজ করছেন তারা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages