অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তার গানম্যান কিশোর কুমার যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কোনোভাবেই মেনে নেয়া হবে। এ হত্যাকাণ্ডের দায় তার ব্যক্তিগত।
তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী এ কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, গানম্যান কিশোর তিনদিন ধরে ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।
তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী এ কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, গানম্যান কিশোর তিনদিন ধরে ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।