ভারতের একটি হাসপাতালে ২৯ ডাক্তার নার্স করোনায় আক্রান্ত - Meghna News 24bd

সর্বশেষ


Monday, April 6, 2020

ভারতের একটি হাসপাতালে ২৯ ডাক্তার নার্স করোনায় আক্রান্ত


অনলাইন ডেস্ক: ভারতের একটি হাসপাতালের ২৬ জন নার্স ও তিন জন চিকিৎসকের দেহে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এনডিটিভি জানিয়েছে, ভারতের মুম্বাই শহরের ওয়াকহাট নামের ওই হাসপাতালটি বন্ধ করে দিয়ে সেটিকে আইসোলেটেড করা হয়েছে। ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দুইবার পরীক্ষার করে সবার ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত হাসপাতালটিতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
এ পর্যন্ত হাসপাতালটির ২৭০ জন রোগী ও নার্সকে পরীক্ষা করা হয়েছে।
জানা যায়, ৭০ বছর বয়সী এক কোভিড-১৯ পজিটিভ রোগীর দেখাশোনায় নিয়োজিত দু’জন নার্সের মধ্যে প্রথমে করোনার সংক্রমণ ছড়ায়। তাদের কাছ থেকে সংক্রমিত হন অপর ২৭ জন নার্স ও চিকিৎসক। আক্রান্ত নার্সদের কোয়ার্টার থেকে হাসপাতালে নিয়ে এসে আলাদা কেবিনে রাখা হয়েছে।
আক্রান্ত ডাক্তারের মধ্যে একজনের চিকিৎসা চলছে সেভেনহিলসে, অন্যজনের এসএল রাহেজা হাসপাতালে। আরও ২৭০ জন স্বাস্থ্যকর্মীর লালারসের নমুনা পাঠানো হয়েছে ল্যাব-টেস্টের জন্য।
ভারতের অন্যতম সবচেয়ে ভাইরাস আক্রান্ত মেট্রোপলিটন শহর মুম্বাইয়ে এ পর্যন্ত ৪৫৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages