আশুলিয়ায় বিএনপির ত্রাণ বিতরণ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, April 5, 2020

আশুলিয়ায় বিএনপির ত্রাণ বিতরণ


আশুলিয়া প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে সারাদেশ এক ক্রান্তিকাল বিরাজমান রয়েছে । অার এ সময় চরম বিপাকে পড়েছে অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষ গুলো আর তাদের কথা চিন্তা করে ঢাকা জেলা বিএনপি-র সভাপতি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণের  নির্দেশে দিয়েছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের। গত কয়েকদিন সামাজিক দুরত্ব বজায় রেখে এই কর্মসূচীর আওতায় কর্মহীন  অসহায় দুস্থ মানুষের মাঝে  গাজিরচট মধ্যপাড়ায় ত্রান বিতরন করেন আশুলিয়া থানা বিএনপি-র  সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও ঢাকা জেলা মৎসজীবি দলের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান এবং আশুলািয়া স্বেচ্ছাসেবক দলের পক্ষে হানিফ রানা ও জাকির হোসেন। অন্যদিকে  পল্লীবিদ্যুৎ এলাকায় ডাঃ দুলাল, এ্যাড আবু হানিফ সহ আরও অনেকে বিএনপি'র পক্ষ থেকে ত্রান বিতরণ করেন  আর পবনারটেক এলাকায় মোঃ পিয়ার আলী  ত্রান বিতরন করেন।
 করোনা ভাইরাসের কারণে  যতদিন মানুষ বাসায় থাকবে ততদিন  তাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে  জানান বিএনপি-র  স্থানীয়  নেতৃবৃন্দ ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages