রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলা সাওরাইল ইউপির বড় পাতুরিয়া খাঁন পরিবারের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা ও অসহায় গরীব মানুষের মাঝে সাবান বিতরণ করেন।
রবিবার (৫) এপ্রিল দুপুরে বড় পাতুরিয়া গ্রামের মসজিদ ও বিভিন্ন বাড়িতে গিয়ে মো: বিদার হোসেন খাঁন এর নিজস্ব অর্থায়নে অসহায় গরীব মানুষের মাঝে সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় বিদার হোসেন খাঁন বলেন, আমরা পাতুরিয়া গ্রামের অসহায় গরীব খেটে খাওয়া মানুষের মাঝে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি।