আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় করোনা ভাইরাসের কারণে ঘর বন্দী ১৫০০ দুস্থ ও অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু।
গত মঙ্গলবার থেকে আশুলিয়ার জিরাবো এলাকায় এ খাদ্য সামগ্রী দেয়া হয় শুরু হয়েছে এবং মহামারী করোনার পার্দুভাব শেষ না হওয়া অবধি চলবে এ কার্যক্রম বলে জানান দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জুর সহোদর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রাজু আহম্মেদ ।
চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন সহ প্যাকেটকৃত খাবার নিরাপদ দূরত্বে বজায় রেখে প্রায় ১০০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে প্রায় ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় ।
এ সময় দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু জানান, এটি আমার নিয়মিত কার্যক্রম, তালিকা প্রণয়নের পর শুরু করেছি বিতরণ। যতদিন দেশে এই সংকটময় সময় থাকবে ততদিন আমার নিজস্ব অর্থয়ানে সাধ্যমতো অসহায়দের সহায়তা দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে।