
নিজস্ব প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের দেয়াল ভেঙ্গে পড়েছে একটি বাড়ির উপর। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ জন।
সকালে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় টংগাবাড়ি এলাকায় কোন রকম সেপটি না দিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে একটি পাঁচ তলা ভবন নির্মাণ করে আসছিলা মানিকগঞ্জের শেলী খাতুন নামের এক নারী। পরে আজ সকালে নির্মাণাধীন পাঁচতলা ভবনের একটি দেয়াল ভেঙ্গে পড়ে ওই ভবনের পাশে মৃত রওশন আলীর বাড়ির উপর। এ সময় ওই বাড়ির অন্তত পাঁচ জন আহত হয়। এঘটনায় ক্ষতিগ্রস্থ ভবন মালিকর ছেলে শরিফ মিয়া নির্মাণাধীন পাঁচতলা ভবন মালিকের কাছে ক্ষতিগ্রস্থের কথা জানালে উল্টো তাদেরকে ভয়ভীতি দেখান ভবন মালিক শেলী খাতুন। খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিক আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন পাঁচতলা ভবনটিত তালা ঝুলিয় দিয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন তদন্ত করে ব্যবস্থ্য নেয়া হবে ভবন মালিকের বিরুদ্ধে।