ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ২৫ বছর বয়সী প্রতিবন্ধী এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গালুয় দুর্গাপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একই এলাকার মো. রুস্তুম হাওলাদারের বখাটে পুত্র মো. সুজন (২০) গত ৭ মার্চ কৌশলে যুবতীকে তার বাড়ির পাশের একটি বাগানে নিয়ে সেখানে ধর্ষণ করে।
পরে স্থানীয় মো. ইউসুবের প্রভাবশালী দুই পুত্র দবির ও কবির ঘটনাটি ধামাচাপা দিতে মীমাংসায় বসেন।
বৃহস্পতিবার সকালে পুনরায় আবার শালিস মীমাংসায় বসে বখাটে সুজনকে জুতাপিটা করে। এতে সুজন ক্ষিপ্ত হয়ে ওই নারীর পরিবারের ওপর হামলা চালায়। ওই নারীর মা রাজাপুর থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে আটক করতে পারেনি।
রাজাপুর অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।