সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের ছেলে আবিরের প্রাণছোঁয়া স্ট্যাটাস - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, April 29, 2020

সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের ছেলে আবিরের প্রাণছোঁয়া স্ট্যাটাস

ছবির ইনসেটে সাংবাদিক খোকনের ছেলে আবির

সাইদুর রহমান রিমন :  সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের ছেলে আ প্রাণছোঁয়া হৃদয় বিদারক ফেসবুক স্ট্যাটাস পাঠক তথা দেশবাসীর জন্য তুলে ধরা হলো।
'আমরা এখন আরো বেশি কঠিন সময়ের মুখোমুখি হয়ে গেলাম'
আমি ও আমার পরিবার এর কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো কোনো বাজে স্বপ্ন দেখলাম । কিন্তু এইটা যে আসলেই বাস্তবেই হয়ে গেলো আমরা এখনো বিশ্বাসই করতে পারছি না। আমার কাছে এখনো মনে হচ্ছে যেন একটা বাজে স্বপ্ন দেখে হয়তো ঘুমটা ভাঙলো।
আমার বাবা একজন অত্যন্ত সৎ,নিষ্ঠাবান,পরিশ্রমী একজন বেক্তি ছিলেন।যিনি সারাটি জীবনে হয়তো নিজের কথা কখনো ভাবেননি। আমাদের জন্যই সারাটা জীবন উৎসর্গ করে গেলেন।এই করোনা সংকটময় দিনেও তিনি ঝুঁকি নিয়ে প্রতিটা দিন অফিসে গেছেন, বাসায় ফিরেছেন। আমি এই নিয়ে আমার বন্ধুদেরও বলেছিলাম যে আমরা খুব ভয়ে আছি। কারণ আমার আব্বু আর আপু দুই জন চাকুরীজীবি পরিবারে এবং তারা প্রতিদিনই অফিস এর গাড়ি দিয়েই অফিসে আসা যাওয়া করেছেন।
আমার বাবা ৩-৪ দিন ধরে কাশি হচ্ছিলো পরিমানটা দিন দিন বেড়েই চলছিল। আমার তখনই সন্দেহ হচ্ছিলো। আমি বাবা কে বললাম আপনার করোনা হয়নি তো? সে হেসে বললো অরে ধুর বেটা, টন্সিল এর ব্যথা এইটা আগের থেকেই ছিল। ঐরকম কিছু না। কারণ সে চাচ্ছিলো বাসায় থেকেই ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হতে। কারণ করোনা পজেটিভ হলে এলাকার ভিতর আতঙ্ক ছড়াবে। এছাড়া লজ্জাতেও সে তখন এইটা সাধারণ ভাবেই দেখছিলো। আমিও ভাবলাম যে হয়তো এইরকম জ্বর কাশি হয়তো সাধারণ হয়তো বাসায় ওষুধ খেলে গরম পানি খেলে হয়তো ঠিক হয়ে যাবে। আমি এই কয়দিন বাসায় সাধারণ ভাবেই কাটাচ্ছিলাম বিভিন্ন স্কিল ডেভেলপেড করার জন্য অনেক কিছু শিখছিলাম ।কিন্তু বাবার কাশি বেড়েই চলছিল আম্মু ও জ্বর অনুভব করতে শুরু করলো তার দুই দিন আগে। তখন আমি ভয় পেয়ে গেলাম। আম্মু কে বললাম বললো যে কোরোনার নমুনা দুই একদিন এর ভিতরই নিতে আসবে বললো। কিন্তু বাবার কাশি বেড়েই চলছিল কাশির সাথে সাথে ফুসফুস মারাত্মক ভাবে আক্রমণ করছিলো মনে হচ্ছে। হয়তো বাবার গলায় চুলকাচ্ছিল। আমি এর পরের দিন একটু দেরিতে উঠলাম দেখলাম আম্মু বাবাকে ভতেজাউ রান্না করে খাওয়াচ্ছে। হঠাৎ দেখলাম সে জানি কেমন করছে মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে, মনে হলো শ্বাস কষ্ট হচ্ছে বাবার। সে ওই মুহূর্তে এই লড়াই এর সাথে পেরে উঠতে পারছিল না। আম্মুকে বললাম বললো সকালে অ্যাম্বুলেন্স কে খবর দেওয়া হয়েছে। উত্তরার রিজেন্ট এ ব্যবস্থা করা হয়েছে। অ্যাম্বুলেন্স আসবে। আম্মু বললো তোর কাছে কি ভাংতি টাকা আছে আমাকে দে তো । আমার কাছে ৩৫০০ টাকা ছিল আমি পুরাটাই আম্মুকে দিয়ে দিলাম সাথে সাথে । আমি ঘরে পড়ার জামা গায়েই অ্যাম্বুলেেন্স উঠে গেলাম। কারণ আমার মনে হচ্ছিলো এমনিতেই দেরি হয় গেছে। আমি ভাবলাম হাসপাতালে হয়তো অনেকেই থাকবে আব্বুর জন্য, বিশেষ করে অফিসের লোক। কিন্তু সেখানে গিয়ে দেখলাম আমি আর আম্মু ছাড়া পরিচিত কেউ নেই। কারণ লকডাউন থাকার জন্য গাড়ি তেমন চলে না রাস্তায় এছাড়া অনেকেই হয়তো লক্ষণগুলোর বর্ণনা শুনেই আসতে আর সাহস করেনি। এদিকে শাবান আঙ্কেল সব ব্যবস্থা করে রেখেছিল হাসপাতালে। তারা সর্বাত্মক চেষ্টাই করেছিল আই.সি.উই তে রেখে অক্সিজেন দেওয়ার কিন্তু ডাক্তার বললো তার পালস নেই এবং ব্রেন ও অক্সিজেন নিচ্ছে না। ডাইরেক্টলি বললেন ও না যে সে আগেই মারা গেছে বললো আমরা সর্বাত্মক চেষ্টা করছি দোয়া করেন যদি ব্রেইন হঠাৎ মিরাকেল ভাবে কাজ করতে শুরু করে। রাত ১০:০০ টার দিকে আম্মুকে উপরে ডাকা হলো- শেষ বারের মতো দেখার জন্য। তখন আম্মু ফোনে কয়েকজনকে জানিয়ে দেয়।
এছাড়া নিউজ স্ক্রল গুলাতেও অফিসিয়ালি আপডেট দিয়ে দেয় যে বাবা আর নেই। এখন বাবার করোনা টেস্ট হওয়ার আগেই মারা গেছেন তাই এটা অফিসিয়ালি বলা হয়নি। বলা হয়েছে যে করোনা ভাইরাস এর উপসর্গ নিয়ে মারা গেছেন।
সবাই বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। ওনার মতো ভালো, সৎ এবং নিষ্ঠাবান মানুষ খুব কমই আছে সমাজে। এছাড়া আমি চাই না এখন সবাই আমাদের কে ডিমোটিভেট বা ভয়ভীতি দেখাক। এমনিতেই 'আমরা এখন আরো বেশি কঠিন সময়ের মুখোমুখি হয়ে গেলাম।
আমরা সবাই সতর্কতা অবলম্বন করেই বাসায় আছি । বাসা বা এলাকা হয়তো লকডাউন হতে পারে। তাই এই মুহূর্তে মনে করি সবাই আমাদের জন্য দোয়া করুক। আমার বন্ধুরা অনেক চিন্তিত হয়ে পড়েছে আমার জন্য আমাদের সামনের দিনগুলো নিয়ে। আশা করি আমাদের পরিবার ,আমিন মোহাম্মদ গ্রুপ ,ঢাকা রিপোটার্স ইউনিটি ,বাংলাদেশ সরকার পাশে থাকবেন । বাস্তবতা অনেক বেশি কঠিন হয়ে গেছে তবুও এর সাথেই সব কিছু এডজাস্ট করে নিতে হবে। সবাই ভালো থাকবেন অনেক ভাল। দয়া করে আমাদের পাশে থাকুন, ভুলে যাবেন না প্লীজ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages