আমার দেশের সংবাদ ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি আরও ১১দিন বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটি বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন জানানো হয়, ১৬ মে পর্যন্ত থাকবে সাধারণ ছুটি। এর মধ্যে ৬ মে বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, ৮ ও ৯ মে এবং ১৪ ও ১৫ মের সাপ্তাহিক ছুটির দিনগুলোও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।