সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ সাংবাদিকের মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, May 3, 2020

সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ সাংবাদিকের মৃত্যু

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই মাসে বিশ্বের বিভিন্ন দেশে ৫৫ সাংবাদিকের মৃত্যু হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 
করোনায় সাংবাদিকের মৃত্যুতে নিন্দা জানিয়ে, বিশ্বজুড়ে সাংবাদকর্মীদের ওপর করোনাকালে নির্যাতনের অভিযোগ করেছে সংগঠনটি। এসব মৃত্যুর পেছনে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রীর অভাবকেই দায়ী করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসের মধ্যে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
পিইসির দেওয়া তথ্যমতে জানা যায়, গত ১ মার্চ থেকে ১ মে পর্যন্ত বিশ্বের ২৩টি দেশের প্রায় ৫৫ সংবাদকর্মী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মহামারি শুরুর পর থেকে বেশ কয়েকটি দেশে অসংখ্য প্রেসের স্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে। করোনাভাইরাসের এই কঠিন সময়ে সেন্সরশিপ, ইন্টারনেট শাটডাউন, বিনা বিচারে সাংবাদিকদের আটক, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে, যা সংবাদপত্রের জন্য হুমকিস্বরূপ। খবর এএফপির।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages