এবারের এসএসসিতে ১০৪ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, May 31, 2020

এবারের এসএসসিতে ১০৪ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি


আমার দেশের সংবাদ ডেস্ক : রবিবার ( ৩১ মে) এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ৩০ হাজার ২৮৪ জন। আর ১০৪ শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই ফেল করেছে। গত বছরের তুলনায় যা ৩টি প্রতিষ্ঠান কম।

সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। পরে সকাল দিকে ১১টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

বিফ্রিংকালে শিক্ষামন্ত্রী জানান, এ বছর শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৪টি, গত বছর যা ছিল ১০৭টি। কমেছে তিনটি। তবে ওই সব প্রতিষ্ঠান কেন ফল খারাপ করল সেসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছর যা ছিল দুই হাজার ৫৮৩টি। এটা একটা ভালো দিক যে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages