হাটহাজারীতে বিএনপির নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, May 2, 2020

হাটহাজারীতে বিএনপির নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে কর্মহীন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার (২ মে) উপজেলার ১০নং উত্তর মাদার্শা এলাকায় এ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মোঃ মুহসীন।

তিনি জানান,দেশের দুর্যোগময় মুহুর্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সামগ্রী বিরতণ করা হয়েছে। এ সময় ৫৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ১৫০পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিয়া কুলু, মুক্তিযোদ্ধা রফিক, নুরুল আলম বিকু, যুগ্ন-সম্পাদক কপিল চৌধুরী, প্রকৌশলী মাহফুজ,সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন,বিএনপি নেতা মুজিব, জাবের,সাজ্জাদ মেম্বার, খোরশেদ,যুবদলনেতা আলাউদ্দিন,করিম,আজম,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসেন,উত্তরজেলা ছাত্রদলনেতা এম.জি কিবরীয়া,আজম, ইব্রাহিম, জামাল,জুবাইর, নেজাম,রুকন, মুরাদ,হাবিব,ফুরকান,এরশাদ, মুবিন, ,শওকত,রাশেদ, কাশেম,হৃদয়,সাহেদ,মুন্না, অপু,হাবিব, আরাফাত, সবুজ, আকিব,মিজান,রাশেদ, মুবিন, সালাম,মিশাদ প্রমূখ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages