মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন ত্রাণ অব্যাহত থাকবে ততদিন - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, May 7, 2020

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন ত্রাণ অব্যাহত থাকবে ততদিন

ছবি সংগ্রহীত 
নিজস্ব প্রতিনিধি (সাভার) : মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন অব্যাহত থাকবে ততদিন সরকার জনসাধারণকে মানবিক ত্রাণ সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
তিনি বলেন, ইতোমধ্যে ১ কোটি ৩৬ লাখ পরিবারকে মানবিক ত্রাণ সহযোগিতার আওতায় আনা হয়েছে যার মাধ্যমে মহামারী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন অসহায় ও দরিদ্র ৫ কোটি মানুষ সরাসরি সরকারের বিশেষ সুবিধা ভোগ করবে।
বুধবার দুপুরে সাভারের রাজাশন এলাকায় সেন্ট পিটার্স স্কুল ও অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক, সাভার মডেল থানার ওসি এফএম সায়েদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী‌।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages