আমার দেশের সংবাদ ডেস্ক : রাজধানীর আদাবর এলাকার বাসা থেকে পুলিশের এক এএসআইয়ের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম আফরিন আক্তার মুন্নি (২৮)।
সোমবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি কাজী শাহিদুজ্জামান।
মুন্নির স্বামী নজরুল ইসলাম রবিন আদবর থানায় এএসআই হিসেবে কর্মরত।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই নারী আত্মহত্যা করেছেন।
আদাবর থানা পুলিশ জানায়, এএসআই নজরুল থানার অদূরে একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে থাকেন। পারিবারিক কলহের
কারণে সোমবার সন্ধ্যার দিকে বাসার একটি কক্ষে স্ত্রী আফরিন গলায় ফাঁস দেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
ওসি কাজী শাহিদুজ্জামান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট দেখে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।