করোনা মোকাবেলা নয়, গণমাধ্যম দমনই সরকারের এজেন্ডা: আ স ম রব - Meghna News 24bd

সর্বশেষ


Friday, May 8, 2020

করোনা মোকাবেলা নয়, গণমাধ্যম দমনই সরকারের এজেন্ডা: আ স ম রব


অনলাইন ডেস্ক : সাংবাদিক লেখক কার্টুনিস্ট গ্রেফতার করার তীব্র  নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান আ স ম আবদুর রব।
বিবৃতিতে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ হচ্ছে কেবলমাত্র গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের কণ্ঠরোধের জন্য। অযৌক্তিক তুচ্ছ কারণে সাংবাদিক লেখক শিল্পী গ্রেফতারে সরকার বেশি উৎসাহী।
বিদ্যমান করোনা সংকট মোকাবেলা এখন গৌন হয়ে গেছে। সরকারের অস্তিত্ব রক্ষা মূল কাজে পরিণত হয়েছে। করোনাভাইরাস মোকাবেলার চেয়েও 
গণমাধ্যম দমন প্রাধান্য পাচ্ছে।
এটাই এখন সরকারের প্রধান এজেন্ডা।
ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগে সাংবাদিক গ্রেফতারের পূর্বে সরকার একটু বিবেকের আশ্রয় নিলে বুঝতে পারতো মধ্যরাতের নির্বাচন আর অপশাসনে সরকারের ভাবমূর্তি উধাও হয়ে গেছে অনেক  আগেই। সরকারের উপর জনগণের কোনো সম্মতি বা সমর্থন নাই। সরকার প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করে না।

সুতরাং সরকার বৈধতার সংকট পাড়ি দিতে গণমাধ্যমের উপর নিপীড়ন চালাচ্ছে।
মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া রাষ্ট্রকে গণবিরোধী রাষ্ট্রে পরিণত করেছে। সরকারের পাপ অনেক বেড়ে গেছে। সুতরাং সরকারকেই এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।
তিনি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং গ্রেফতারকৃত সাংবাদিক লেখক কার্টুনিস্টের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages