কুমিল্লা জেলা মইনীয়া মাইজভান্ডারীয়া যুব শাখার উদ্যোগে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, May 2, 2020

কুমিল্লা জেলা মইনীয়া মাইজভান্ডারীয়া যুব শাখার উদ্যোগে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত


 কুমিল্লা প্রতিনিধি : আজ ২রা মে কুমিল্লা জেলা মইনীয়া মাইজভান্ডারীয়া যুব শাখার উদ্যোগে করোনার প্রাদুর্ভাবে দেশের ক্লান্তি লগ্নে আত্ন-মানবতার সেবায় কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউপি এলাকার হরিপুর গ্রামের কৃষক মোঃ সফিকুল ইসলামের প্রায় ( ৩০ শতক ) ক্ষেতের ধান কেটে এবং ধান মারিয়ে সহযোগীতার হাত বাড়ান।
 উল্লেখিত সংগঠনটির এক ঝাঁক তরুন যুবকের দল,উক্ত ধান কাটার প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচী পরিচালনা করেন,কুমিল্লা জেলা মইনীয়া মাইজভান্ডারীয়া যুব শাখার সভাপতি শাহ্ মোহাম্মদ আবুল কালাম আরো উপস্হিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সহ- সাধারণ সম্পাদক দিদারুল হক রিমন,সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন,এছাড়া জেলা আরো নেতৃবৃন্দসহ প্রায় পনের জন সদস্য এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন,

Post Bottom Ad

Responsive Ads Here

Pages