করোনা উপসর্গ নিয়ে ভোরের কাগজের সাংবাদিকের মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Friday, May 8, 2020

করোনা উপসর্গ নিয়ে ভোরের কাগজের সাংবাদিকের মৃত্যু


আমারদেশের সংবাদ ডেস্ক : ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান আর নেই। বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই তার মৃত্যু হয়। 
আসলাম রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসাও নিয়েছেন। সম্প্রতি তার শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়ায় নিশ্চিত হওয়ার জন্য তার পরীক্ষা করা হয়। বুধবার (৬ মে) তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। পরিক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরেও কেন তার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হল এ ব্যপারে বিস্তারিত জানাযায়নি।
বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আসলাম রহমান একজন কবি। ‘জ্যোস্নার শহরে একা’ নামে তার একটি কাব্যগ্রন্থ রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages