করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৬৫, মৃত্যু ২ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, May 3, 2020

করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৬৫, মৃত্যু ২


অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে হয়েছে ১৭৭ জন।
এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে।
রবিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, মারা যাওয়া দুজনের একজনের বয়স ১১ থেকে ২০ বছর, অপরজন ষাটোর্ধ্ব। একজন নারায়ণগঞ্জের, অপরজন রংপুরের বাসিন্দা।
এদিকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩ জন। এর আগে আইডিসিআর জানিয়েছিলো, বাসায় থেকে সুস্থ্য হওয়াদের তালিকা তারা তৈরি করছে। আর সেই তালিকা অনুসারেই মোট সুস্থ্যদের তালিকা প্রদান করা হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages