বর্ষীয়ান সাংসদ হাবিবুর রহমান মোল্লার ইন্তেকাল - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, May 6, 2020

বর্ষীয়ান সাংসদ হাবিবুর রহমান মোল্লার ইন্তেকাল

আমার দেশের সংবাদ ডেস্ক : বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য  হাবিবুর রহমান মোল্লা আর নেই। বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই বাবুল মোল্লা।
মৃত্যুকালে হাবিবুর রহমান মোল্লার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হৃদরোগে আক্রান্ত হলে ২৭ এপ্রিল তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখানে তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়েছিল। অবশেষে আজ সকালে না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান এই নেতা।
হাবিবুর রহমান মোল্লা ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
পরে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।
২০০৮ সালের নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
হাবিবুর রহমান মোল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা পৃথক শোক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages