মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিল্পপতি আবদুল মোনেম - Meghna News 24bd

সর্বশেষ


Monday, June 1, 2020

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিল্পপতি আবদুল মোনেম


নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নিজের প্রতিষ্ঠিত মসজিদের দক্ষিণ দিকে মায়ের কবরের পাশে শায়িত হলেন দেশের সুপরিচিত শিল্পগোষ্ঠী আবদুল মোনেম লিমিটেডের (এএমএল) প্রতিষ্ঠাতা আবদুল মোনেম।
রোববার মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিজেশ্বর গ্রামে নিজের প্রতিষ্ঠিত জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মাঠে তার জানাজা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা হয়। পরে মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হয়।
জানাজায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত খান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম, আবদুল মোনেমের দুই ছেলে এএসএম মাইনুদ্দিন মোনেম ও এএসএম মহিউদ্দিন মোনেম, জামাতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান উপস্থিত ছিলেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages