আশুলিয়ায় র‌্যাবের অভিযানে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, নিহত ১ - Meghna News 24bd

সর্বশেষ


Monday, June 22, 2020

আশুলিয়ায় র‌্যাবের অভিযানে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, নিহত ১


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার কবিরপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রায়হান সরকার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কবিরপুরে এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত রায়হান সরকার (৩৫) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার আইয়ুব সরকারের ছেলে।

র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক পরিবহন ও বিক্রি করে আসছিল রায়হান নামে ওই যুবক। কখনও পিকনিকের বাসে আবার কখনও কাভার্ডভ্যানের ভিতর মাদক পরিবহন করতো সে। সোমবার সকালে রায়হান আশুলিয়ার কবিরপুরে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছে বলে নিশ্চিত হয় র‌্যাব। এরপর ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় রায়হান কক্ষের ভিতর থেকেই র‌্যাবকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী রায়হান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এতে র‌্যাবের নাছির ও মনির নামে র‌্যাবের দুই সদস্য পায়ে গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত হয়েছেন। এসময় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্ধে নিহত রায়হানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রায়হানের বিরদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর অন্য একটি টিম আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকা থেকে কুষ্টিয়াগামী লবণবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় ইয়াবা বহনকারী ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে বলে পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages