কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাস্থ্যবিধি না মেনে একটি নৈশকোচে অতিরিক্ত যাত্রী বহন করায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত নয়টায় জেলার কচাকাটা থানার সাদুর মোড় নামক স্থান থেকে লিমন এন্টারপ্রাইজ নামক নৈশ কোচটি রিজার্ভ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় সরকার নির্ধারিত যাত্রীর চেয়ে দ্বিগুন যাত্রী বহন করছিলো বাসটি। বাসটি ভূরুঙ্গামারী থানার চেক পোস্টে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমান আদালত অতিরিক্ত যাত্রী বহন, স্বাস্থ্যবিধি না মানার কারণে বাসটির চালককে ৫ হাজার টাকা জরিমানা করে এবং অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম জানান, বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। সরকারের নির্দেশনা লংঘন এবং স্বাস্থ্যবিধি না মানায় আর্থিক জরিমানা করা হয়েছে। এর সাথে অন্যান্য যাত্রীবাহী কোচগুলোর কিছু কিছু সমস্যা ছিলো। তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।