আশুলিয়া প্রতিনিধি : দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়া থানা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাশবাড়ী এলাকার জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষকলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সাগরিুজ্জামান শাকীক । এছাড়াও উপস্থিত ছিলেন , আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসিন করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই ,ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কিসমত আলী,সহ প্রমুখ নেতৃবৃন্দ।
জানাযায়, এ পর্যন্ত তারা আশুলিয়ার বিভিন্ন ইউনিয়নে আড়াইশো বনজ ও ফলজ বৃক্ষ রোপন করেছে কৃষকলীগের নেতৃবৃন্দ ।