নিজস্ব প্রতিনিধি : জনপ্রিয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে তিনি নিজেই গণমাধ্যম কে এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার তার নমুনায় পরীক্ষায় করোনা পজিটিভ ফল আসে।
এ ছাড়া সারোয়ার আলম তার ফেইসবুকেও এর সত্যতা নিশ্চিত করেন।
সেখানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান।
ফেইসবুক স্ট্যাটাসে সবার কাছে দোয়াও চান সারোয়ার আলম।
সারোয়ার আলম জানান, তার স্ত্রীরও করোনা পজিটিভ। তিনি ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে সারওয়ার আলম বাসায় আছেন। তাদের দুই সন্তানও সুস্থ আছে।