ভোলা প্রতিনিধি :ভোলার জলদস্যু সরদার সফিকুল ইসলাম সফি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার দিবাগত গত রাতে ভোলার ভেদুরিয়া ঘাটের বালুর মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য রাতে সফিকে নিয়ে ভেদুরিয়া গেলে সেখানে তাকে ছিনিয়ে নিতে তার বাহিনী পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পুলিশও গুলি ছুড়লে সফি নিহত হন।
উল্লেখ্য, শফি বাহিনীর তাণ্ডবে মেঘনার জেলেরা অতিষ্ঠ হয়ে ওঠে। কয়েক মাস আগে সফি মুক্তিপণের জন্য গুলি করে এক জেলেকে হত্যা করে। যা আদালতের ১৬৪ ধারার জবানবন্দীতে স্বীকৃত।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।