করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধানের মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, June 14, 2020

করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধানের মৃত্যু


ডেস্ক নিউজ  : করোনাভাইরাসে এবার বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান এবং এনেস্থিসিয়োলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ১৪ দিন যাবত ঢামেকের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘তাকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৩৬ জন চিকিৎসক মারা গেছেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, ডা. সাজ্জাদ হোসাইন রাত ৯টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার মরদেহ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages