আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবনে ধস, আহত ৭ - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, June 9, 2020

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবনে ধস, আহত ৭


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৫ টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ইমনের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ভোরে ওই এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ও একটি দ্বিতল ভবনের একাংশ ধসে পড়ে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ডি ই পি জেড এর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ৭ জন আহতের খবর পাওয়া গেছে।আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের ভর্তি করা হয়েছে।তবে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক মো: জিহাদ মিয়া জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages