টানা ১ মাস ধরে কৃষকের ধান কাটছে শেরপুরের নকলা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা - Meghna News 24bd

সর্বশেষ


Friday, June 5, 2020

টানা ১ মাস ধরে কৃষকের ধান কাটছে শেরপুরের নকলা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা


শেরপুর প্রতিনিধি: বৃষ্টিতে ভিজে,রোদে পুড়ে অক্লান্ত পরিশ্রম করে গরিব অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছে এই ছাত্রলীগের কর্মীরা। 

১ দিন নয় ২ দিন নয় টানা ১ মাস যাবৎ ধান কাটা কর্মসূচী পালন করছে শেরপুর জেলার নকলা  উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।  
শেরপুর জেলা নকলা উপজেলা ছাত্রলীগের কর্মী আবু হামজা কনকের নেতৃত্বে নকলা উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় বর্গা চাষী ও গরীব কৃষকদের ক্ষেতের  পাকা ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছে বিশ্ব বিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত ছাত্রলীগের নেতাকর্মীরা।


 নিজের বাড়িতে সকালে খেয়ে ৪/৫টি অটো নিয়ে বেরিয়ে পড়েন তারা। 
গরিব কৃষকদের কাছ থেকে গ্রহণ করেনি কোন  খাবার বা যাতায়াত ভাড়া। 
গতকাল ৪ঠা জুন বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়  ,শেরপুর জেলা নকলা উপজেলা ছাত্রলীগের কর্মী রা নকলা উপজেলা ৮নং চর অষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্রের শাখা মৃগী নদীর ওপারে তপ্ত রোদে প্রায় ৩০ থেকে ৩৫ জনের মত ছাত্রলীগের কর্মীরা কৃষকের ধান কাটছে। আশেপাশে কোথাও নেই বিশ্রাম নেওয়ার মত কোন গাছপালা। কপাল বেয়ে নেমে পড়ছে ঘামের স্রোত।
সবার হাতে কাঁচি মাথায় গামছা, যেন একজন প্রকৃত কৃষকের বাস্তব রূপ ফুটে উঠেছে ছাত্রলীগ কর্মীদের মাঝে।  পাকা ধান ক্ষেতের চারিদিকে ঘিরে কাটছে ধান ,মাঝ থেকে একজন দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান। 

এই ফাঁকে ধান কাটা কর্মসূচী নিয়ে কথা হয় ছাত্রলীগের কর্মী আবু হামজা কনকের সাথে তিনি বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় কৃষকদের সোনালী ফসল কাটার কর্মসূচী গ্রহণ করেছি। আজ প্রায় ১ মাস যাবৎ নকলা উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় বর্গা চাষী কৃষকদের খোঁজ নিয়ে তাদের ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছে আমরা শেরপুর জেলা নকলা উপজেলা ছাত্রলীগ।
কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের দিকনির্দেশনা এই ধান কাটা কর্মসূচী গ্রহণ করি। ধান কাটা কর্মসূচীতে এসে বেশ কয়েকজন আহত হয়েছেন। তারপরও আমরা পিছিয়ে যাইনি। নিজের খেয়ে নিজের টাকায় অটো ভাড়া দিয়ে অসহায় বর্গা চাষী কৃষকদের ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছি । এখন পর্যন্ত প্রায় ৩০ একর জমির ধান কেটে কৃষকদের বাড়িতে পৌছে দিয়েছি আমরা ।

সেই সাথে ব্যক্তিগত উদ্যোগে করোনায় কর্মহীন অসহায়, অসচ্ছল মানুষের জন্য প্রায় ৫০০ পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ করেছি শেরপুর জেলা নকলা উপজেলার বিভিন্ন এলাকায়। ভবিষ্যতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, টানা ১ মাস যাবৎ ধান কেটে কৃষকদের বাড়িতে পৌছে দিয়েছে এমন সুন্দর কর্মসূচী বা খবর দেশের অন্য কোন অঞ্চলে কেউ গ্রহণ করেছে বলে আমার জানা নেই। কেউ ধান কেটেছে ফেসবুক এ ছবি পোস্ট করার জন্য, কেউ ধান কেটেছে সমাজের মানুষের বাহবা পাওয়ার  জন্য। কেউ কেটেছে ১ দিন কেউ কেটেছে ২ দিন তবে টানা ১ মাস যাবৎ ধান কাটা কর্মসূচী আমার চোখে পড়েনি বা শুনিনি ।  তাই সব ভাল খবর সবার চোখের আড়ালেই পড়ে যায়।  
সমাজ ও প্রশাসন থেকে কোন উৎসাহ না পেলেও ঠিকই মনে রাখবে সেই অসহায় অসচ্ছল কৃষক পরিবার। কোন চায়ের দোকানে আড্ডার ফাঁকে হয়তো গল্পে মাতবেন এই ছাত্রলীগের কর্মীদের ধান কাটার গল্প।  সেই ছাত্রলীগের কর্মীরা কলম ছেড়ে এই অসহায় কৃষকদের জন্য কেটেছিল ধান, বন্ধু বান্ধব সাথে আলাপচারিতায় ভেসে উঠবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কেটেছিল ধান। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages