করোনায় নোয়াখালীর কবিরহাট পৌরসভার কাউন্সিলরের মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, June 11, 2020

করোনায় নোয়াখালীর কবিরহাট পৌরসভার কাউন্সিলরের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন (৩৯) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকাবস্থায় তার মৃত্যু হয়।
মো. আনোয়ার হোসেন পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু জানান, আনোয়ার হোসেনের শরীর থেকে গত ৩ জুন নমুনা সংগ্রহ করা হয়। ১০ জুন তার করোনা পজিটিভ আসে।

তার শরীরে করোনাভাইরাস শনাক্তের একদিন পর নিজ বসতঘরে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, কবিরহাট উপজেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ জন, সুস্থ হয়েছেন ৫৩ জন, মৃত্যু হয়েছে একজনের।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages