অবশেষে প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নুসরাত ফারিয়া। - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, June 9, 2020

অবশেষে প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নুসরাত ফারিয়া।


বিনোদন ডেস্ক : অবশেষে প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। হবু বর ইফতেখার আলমের সঙ্গে গত পহেলা মার্চ আংটি বদল করেছেন তিনি। দু’জনের মধ্যে ৭ বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে জানান এ নায়িকা।
আংটি বদলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি জানান, তাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পরিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সহযোগিতার জন্য পরিবার ও বন্ধবান্ধবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
করোনাভাইরাস সঙ্কট কেটে গেলে ভালো দিনক্ষণ দেখে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন এ নায়িকা।
রেডিও জকি ও উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরুর পর ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার; বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেন জাজ মাল্টিমিডিয়া।
এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
শাকিব খানের সঙ্গে তার সিনেমা ‘শাহেনশাহ’ মুক্তি পায় গত ৬ মার্চ। নির্মাতা শিহাব শাহীনের ‘যদি...কিন্তু...তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরুর পর করোনাভাইরাসের ধাক্কায় শুটিং বন্ধ রয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব।
এর আগে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন।।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages