বিনোদন ডেস্ক : অবশেষে প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। হবু বর ইফতেখার আলমের সঙ্গে গত পহেলা মার্চ আংটি বদল করেছেন তিনি। দু’জনের মধ্যে ৭ বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে জানান এ নায়িকা।
আংটি বদলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি জানান, তাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পরিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সহযোগিতার জন্য পরিবার ও বন্ধবান্ধবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
করোনাভাইরাস সঙ্কট কেটে গেলে ভালো দিনক্ষণ দেখে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন এ নায়িকা।
রেডিও জকি ও উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরুর পর ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার; বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেন জাজ মাল্টিমিডিয়া।
এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
শাকিব খানের সঙ্গে তার সিনেমা ‘শাহেনশাহ’ মুক্তি পায় গত ৬ মার্চ। নির্মাতা শিহাব শাহীনের ‘যদি...কিন্তু...তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরুর পর করোনাভাইরাসের ধাক্কায় শুটিং বন্ধ রয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব।
এর আগে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন।।