অতিতের মত ব্যর্থ বাজেট যেন না হয় : মোমিন মেহেদী - Meghna News 24bd

সর্বশেষ


Monday, June 8, 2020

অতিতের মত ব্যর্থ বাজেট যেন না হয় : মোমিন মেহেদী


ডেস্ক নিউজ :  নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান বলেছেন, অতিতের মত ব্যর্থ বাজেট যেন না হয়। যদি করোনা পরিস্থিতির এই বাজেটও গণমূখি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-নারী-শিশু-যুব-কৃষক-শ্রমিক ও মানবিক না হয়; তাহলে কঠোর আন্দোলন হবে। আর সেই আন্দোলন হবে বাংলাদেশকে ভালোবেসে-মানুষকে ভালোবেসে সত্যিকারের দেশপ্রেমিকদের আন্দোলন। এনডিবি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক এ্যাড. রফিকুন্নবী পাটোয়ারীর সভাপতিত্বে ৭ জুন বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘যেমন বাজেট চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদা চৌধুরী, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আ আ ম স শামসুল আমিন, ওয়ালিয়া হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নতুন প্রজন্ম মনে করে- বাজেট যদি দেশ ও মানববান্ধব হয়; তাহলে লকডাউন কবলিত কোটি কোটি মানুষ সহায়সম্বল নিয়ে কোন মতে বেঁচে থাকতে পারবে; আর তা করতে ব্যর্থ হলে মানুষকে করোনা পরিস্থিতির অর্থনৈতিক ধ্বস নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। ভয়ংকর পরিস্থিতি চাই না বলেই আমাদের পক্ষ থেকে করোনাকালে এই প্রস্তাবনা উপস্থাপন করছি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages