সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাসচাপায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার সরিষাকোল কবরস্থানের কাছে এ ঘটনায় ঘটে।
নিহতরা হলেন উপজেলার বাদলবাড়ি গ্রামের কানছু সূত্রধর (৪০), তার স্ত্রী আন্না রানী সূত্রধর (৩৫), মেয়ে সীমা রানী সূত্রধর (৭)। এ ঘটনায় গুরুতর আহত কানছু সূত্রধরের ছেলে শুভ সূত্রধরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়ার বালসাবাড়ি থেকে অটোভনে কানছু সূত্রধর পরিবারের সদস্যরা নিয়ে শাহজাদপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সরিষাকোল কবরস্থানের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী আন্না সূত্রধর এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কানছু ও মেয়ে সীমা মারা যান।