নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর থানার আওতাধীন শ্রীপুর এলাকায় অবস্থিত বেক্সিমকো লিঃ এর সানসিটি প্রজেক্টের নিজস্ব রাস্তাকে কেন্দ্র করে উক্ত প্রজেক্টর কর্তৃপক্ষকে নানা ভাবে হেয়প্রতিপন্ন করে গত ২১-০৬-২০২০ ইং তারিখে বাংলা টিভি ও সিএনএন বাংলা তে একটি মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও এক তরফা সংবাদ প্রকশ করা হয়েছে বলে বেক্সিমকো লিঃ এর সানসিটি প্রজেক্ট কর্তৃপক্ষ জানান। উল্লেখিত মিডিয়া দুটিতে প্রচারিত হয়। এ বিষয়ে সানসিটি কর্তৃপক্ষ আমার দেশের সংবাদ কে জানান, বাংলা টিভি ও সিএনএন বাংলা টিভি গত ২১ জুন ২০২০ তারিখে বেক্সিমকো লিঃ এর কর্তৃপক্ষকে দোষারোপ করে সততা যাচাই ব্যতিত এক তরফা ভাবে মিথ্যে বানোয়াট ও এক তরফা ভাবে নিউজ প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং সুনামধন্য কোম্পানীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে মালিক ও কর্তৃপক্ষের মানহানি করার চেষ্টা করা হয়েছে । এসময় সানসিটি কতৃপক্ষ এধরণের মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা আরো জানান যে, সাম্প্রতিক সময়ে খান কলোনী এলাকায় বসবাসরত কয়েক ডজন মামলার ফেরারি আসামী ও শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ ও তার বাহিনীর কয়েক জনের নাম উল্লেখ করে সানসিটি কর্তৃপক্ষ কাশিমপুর থানায় মামলা করেছেন। যার পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী গেদুরাজ সানসিটির বিরুদ্ধে এই মিথ্যা, বানোয়াট ও এক তরফা নিউজটি তৈরি করে। এ নিউজটি তৈরির পরিকল্পনা করে গেদুরাজের ছেলে কাউছার কবির, জামিল খসরু, গেদুরাজের নাতনী জামাই নাজমুল হাসন ও ভাগিনা মোঃ মনির দেওয়ানসহ তাদের নিকট আত্নীয়রা মিলে খান কলোনী এলাকা হতে কিছু সংখ্যক লোকজন ভাড়া করে নিয়ে আসে। চ্যানেল দুটিতে যে দুই নারীর সাক্ষাৎকারের মাধ্যমে বেক্সিমকো লিঃ এর সানসিটির বিরুদ্ধে সাজানো কাল্পনিক মিথ্যা আর শেখানো বুলি পরিবেশন করা হয় ঐ দুই নারীর একজন হলো বেক্সিমকো লিঃ এর দায়ের করা মামলার ৬ নম্বর আসামি জামিল খসরু এর বউ আর একজন হলো ঐ আসামির আপন বোন। আর বাকী লোকজনদেরকে গেদুরাজের ছেলে কাউছার সহ তাদের সহযোগী। তারা নানা ভাবে ভয়-ভীতি দেখিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে। সানসিটির ভাবমূর্তি ও সুনাম এবং বেক্সিমকোর গ্রুপের মান সন্মান ক্ষুন্ন করার জন্য যারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকসহ নানা মাধ্যমে অপ্রচার প্রচারনা চালিয়ে আসছে তাদের সকলের বিরুদ্ধেই ডিজিটাল আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তারা ।
এ ব্যাপারে সানসিটি প্রজেক্ট অফিসার মোঃ মোকাদ্দেছ আলী বেক্সিমকো লিঃ এর পক্ষ থেকে দেশের সকল স্তরের সাংবাদিকদের উল্লেখিত মিডিয়াতে মিথ্যে, বানোয়াট ও এক তরফা ভাবে যে সংবাদটি প্রচার করার হয়েছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন সত্যতা যাচাই করে সত্য সংবাদ তুলে ধরার জন্য আপনাদের(সাংবাদিকদের) প্রতি আহবাণ জানাই।