গাজীপুরে সানসিটি প্রজেক্টের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে মুক্ত আলোচনা সভা - Meghna News 24bd

সর্বশেষ


Friday, June 19, 2020

গাজীপুরে সানসিটি প্রজেক্টের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে মুক্ত আলোচনা সভা


গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড, শ্রীপুর এলাকা সংলগ্ন বেক্সিমকো লিঃ এর সানসিটি প্রজেক্টের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আজ শুক্রবার সকালে সানসিটি এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দাদের সাথে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত উভয় পক্ষের আলোচনায় উঠে আসে সানসিটি
প্রজেক্ট এর উন্নয়ন মূলক কাজের নানা দিক নির্দেশনা। এছাড়াও উভয় পক্ষের আলোচনায় আরো উঠে আসে অত্র এলাকায় বহিরাগত সন্ত্রাসীসহ স্থানীয় সন্ত্রাসী গেধুরাজ বাহিনীর উৎপাত এবং সন্ত্রাসীমূলক কর্মকান্ড, মাদকদ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, চুরি, ডাকাতি,চাঁদাবাজি, খুনখারাপি, বাড়ি ঘর লুটপাট, নারী নির্যাতন, ধর্ষনসহ অবৈধভাবে দখলকৃত জমি দখল মুক্ত ও সন্ত্রাস নির্মূলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সানসিটি প্রজেক্ট পরিচালনায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোকাদ্দেছ আলী, এসময় সানসিটি কতৃপক্ষের মুক্ত আলোচনার বক্তব্যে সর্বসম্মতি প্রকাশ করেন এলাকাবাসী ।
এলাকাবাসীর পক্ষে প্রতিনিধিত্ব মুলক বক্তব্য রাখেন এলাকায় বসবাসরত ,খসরু মোঃ আমির, হাফিজুর রহমান ,নুরুননবী, এসময় আরো উপস্থিত ছিলেন মনির দেওয়ান, মোঃ ইউসুফ কবির, নিজাম মন্ডল, মোঃ কায়ূম, আবু বক্কর সিদ্দিক, আলী মোহাম্মদ এবং এই এলাকার বাড়িওয়ালা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages