ডেস্ক নিউজ : আজ মরমী শিল্পী আবদুল আলীম'র জন্মদিন।
আবদুল আলীমের জন্ম ১৯৩১ সালের ২৭ জুলাই। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের (ভারত) মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই আবদুল আলীম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন।
অর্থনৈতিক অনটনের কারণে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তাঁর হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে শুনে গান শিখতেন। আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন।
এভাবে পালা পার্বণে গান গেয়ে গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করে এক অনন্য আবদুল আলীম হয়ে ওঠেন।
আবদুল আলীম বাংলাদেশের লোক সঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলন।
যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল।
আবদুল আলীম পৃথিবীর মায়া কাটিয়ে ইহলোক ত্যাগ করেন ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর।
আজ মরমী শিল্পী আবদুল আলীম'র জন্মদিনে শ্রদ্ধা। তাঁর আত্ম শান্তি পাক।