মোঃ জসীম উদ্দিন : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমিতপুর গ্রামের দুই ভাই মোঃ আকাশ (৩৫) ও খোকন (৩৭) ২০ দিন যাবৎ করোনায় ভুগতেছিলেন। ইং ৩১/০৭/২০২০ তারিখে করোনা পজিটিভ দুই ভাইকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল রানা ঈদ খাদ্য সামগ্রী ০২ কেজি সেমাই, ০২ কেজি চিনি, ০২ টি আনারস, ০২ কেজি মালতা, ০২ কেজি আপেল, ০২ কেজি আম, কলা উপহার দেন এবং যে কোন পরিস্থিতিতে জেলা প্রশাসন তাদের সাথে আছেন বলে করোনা পজিটিভ দুই ভাইকে আশ্বাস দেন। যথাযত সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দেওয়ার হয় এ উপহার।
এসময় উপস্থিত ছিলেন চকমিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, চকমিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ টুনা।
তাদের এক ভাই মোঃ আকাশ জানান, তারা দুই ভাই ঢাকার পল্টনে মুদি দোকানে কাজ করতো। গত ২০ দিন পূর্বে তারা দুই ভাই করোনায় সংক্রামিত হয়ে বাড়ীতে আসে এবং আইসোলেশনে থাকে।