নিজস্ব প্রতিনিধি : মুসলিম জাহানের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল আযহা। কিন্তু সারা বিশ্বের মানুষ এখন যুদ্ধের ময়দানে, আমাদের যুদ্ধ করোনা ভাইরাস (কোভিট-১৯) নামক এক ঘাতকের বিরুদ্ধে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মোতাবেক করমর্দন আলিঙ্গন কোলাকুলি ও গণ জামায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
আর তাই নিরাপদে পরিবারবর্গের সাথে এবারের ঈদুল আযহা উদযাপনের জন্য আশুলিয়ার ইয়ারপুরবাসীর প্রতির আহবাণ জানিয়েছেন ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য, ইয়াপুর ইউনিয়ন আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আবু তাহের মৃধা।
তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অত্র অঞ্চলে বসবাসরত জনসাধারণের নিকট অনুরোধ জানিয়ে বলেন, আসুন আমরা এবারের ঈদ আযহায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াত ও পশু কুরবাবী করি এবং কুরবানীর পর পশুর বর্জ্য নিদৃষ্ট স্থানে ফেলী। অভাবগ্রস্ত মানুষ গুলোর পাশে দাড়াই।
করোন ভাইরাস থেকে বাচাঁতে স্বাস্থ্যবিধি মেনে চলি। রসনার তৃপ্তির জন্য বাড়ি বাড়ি ভুড়িভোজ থেকে বিরত থাকি। নিজের ঘরেই সাধ্যমত আয়োজন করি।