সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। উপজেলার তাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে লাশগুলো উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যা মল বণিক জানান, সিলেটমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। নিহত পাঁচজনের সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। অন্যদিকে, বাসের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। মহাসড়কে গাড়ি চলাচল আবার স্বাভাবিক রয়েছে।