আইসিসের দায় স্বীকার - Meghna News 24bd

সর্বশেষ

.com/img/a/

Wednesday, July 29, 2020

demo-image

আইসিসের দায় স্বীকার

237290_bres

অনলাইন ডেস্ক : ঢাকায় পুলিশের একটি হেডকোয়ার্টারে হামলার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন আইসিস। রিটা কার্টজ এক টুইট বার্তায় আইসিসের দায় স্বীকারের বিষয়টি উল্লেখ করেছেন। এতে বলা হয়েছে, ২০১৯ সালের আগস্টের পর আইসিস এ প্রথম ঢাকায় এমন কোনো হামলার দায় স্বীকার করলো।
প্রসঙ্গত, পল্লবী থানায় আজ সকালে একটি বিস্ফোরণে চার পুলিশ সদস্য সহ পাঁচ জন আহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এর সঙ্গে কোনো জঙ্গী সংগঠনের সংশ্লিষ্টতা নেই। স্থানীয় সন্ত্রাসীদের গ্রেপ্তারের পর তাদের কাছে থাকা ওজন মাপার যন্ত্র সদৃশ বস্তু বিস্ফোরিত হয়।

Post Bottom Ad

Pages

undefined