গোবিন্দগঞ্জে কভার্ডভ্যান-প্রাইভেটকার মুখোমুখি সংষর্ষে নিহত ৩ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, July 31, 2020

গোবিন্দগঞ্জে কভার্ডভ্যান-প্রাইভেটকার মুখোমুখি সংষর্ষে নিহত ৩


গাইবান্ধা প্রতিনিধি :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে কভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত ও ছয়জন হয়েছেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সকলেই টাইলস বোঝাই কর্ভার্ডভ্যানের যাত্রী। তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলো, রংপুরের পীরগঞ্জের সাহেদ মিয়া (৪০), কাজল মিয়া (৩২) ও গঙ্গাচড়া উপজেলার শাকিল ইসলাম( ৫৬)

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ পরিচালক এনামুল হক জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি দল হাইওয়ে পুলিশের সাথে উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় দুর্ঘটনা কবলিত বন্ধ থাকা কভার্ডভ্যানের মধ্যে মৃত অবস্থায় তিনজনকে ও ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages