গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রােপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেনের, পিপিএম (বার), বিপিএম (বার) নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ মোঃ মাহবুবে খোদার নের্তৃত্বে গত ১৭ আগষ্ট, সোমবার রাতে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই দিপঙ্কর রায় সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার লতিফপুর দক্ষিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক, খুন, অস্ত্র, মারামারীসহ ১৩ (তের) মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী আরফান আলী দেওয়ানকে গ্রেফতার করে।
কুখ্যাত মাদক ব্যবসায়ী আরফান আলী আরফান দেওয়ান (৪৫) গাজীপুর মহানগর কাশিমপুর থানা এলাকার লতিফপুর গ্রামের রফিকুল ইসলাম রফিক দেওয়ানের ছেলে। তার দেহ তল্লাশী করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ (এক) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আরফান আলী দেওয়ান ১০ (দশ) টি মাদক মামলা, ০১ (এক) টি খুন মামলা, ০১ (এক) টি অস্ত্র মামলা, ০১ (এক) টি মারামারী মামলাসহ মোট ১৩ (তের) টি মামলার আসামী। এরমধ্যে ০৪ (চার) টি মামলার দীর্ঘদিন যাবৎ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।