ধামরাইয় প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ গ্রামের ৫ স্কুল ছাত্রী ঈদের আনন্দ করতে দুপুরে নৌকা নিয়ে যায়। চকের মাঝখানে গিয়ে নৌকা হঠাৎ উল্টে গেলে সবাই পানিতে ডুবে যায়। কেউ সাঁতার জানতো না। ঘটনা শুনে দ্রুত থানা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে এ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে ধামরাই থানা পুলিশ উপস্থিত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করলে ৩ জন সুস্থ থাকলেও ৬ষ্ঠ শ্রেণীর ২ জন ছাত্রী শিফা (১২) ও মীমকে (১২) অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূর রিফফাত আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশের সংবাদ কে জানান, ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে ৫ জন কিশোরী নৌকা নিয়ে বেড়াতে গেলে নৌকা ডুবে যায়। তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়। বাকি ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। পানিতে ডুবে মৃত শিফা (১২) ও মীম (১২) দুজন চাচাতো বোন।